ঢাকা মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিলের সময় স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক আসলাম গ্রুপের সঙ্গে সংরক্ষিত নারী আসনের এমপি সাবিনা আক্তার তুহিন গ্রুপের সংঘর্ষ বাধে। এতে ৯ জন গুলিবিদ্ধসহ ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তামান্না।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আসলাম গ্রুপের লোকজনের দাবি, জামায়াতের হরতালের বিরুদ্ধে মিছিল করার সময় অপর একটি সন্ত্রাসী গ্রুপ তাদের ওপর হামলা চালিয়েছে। (বাংলামেইল)
নিউজ ডেস্ক : আপডেট ২:৪০ পিএম, ০৮ মে ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur