চাঁদপুরের হাজীগঞ্জে পত্রিকার হকারদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত স্থানীয় হকারদের মাঝে জনপ্রতি দুটি করে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম দিপু উপস্থিত ছিলেন।
ইউএনও বৈশাখী বড়ুয়া বলেন, উপজেলার কোনো দরিদ্র, অসহায় শীতার্ত থাকবে না। সবাইকে ধারাবাহিকভাবে কম্বল দেয়া হয়েছে এবং হচ্ছে। তারপরও যদি কেউ বাদ পড়ে থাকেন, তাহলে আমাকে জানাবেন। আমি তাকে তাৎক্ষণিক কম্বল দেয়ার ব্যবস্থা করব।
এদিকে মঙ্গলবার সকাল থেকে তীব্র শীত শুরু হয়েছে। সকাল থেকে শুরু হওয়া শৈতপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে।
শীত থেকে বাঁচাতে হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে। হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন বলেন, শীতার্তদের জন্য এ পর্যন্ত ছয় হাজার কম্বল বিতরণ করেছি।
ইউএনও বৈশাখী বড়ুয়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে শীত মোকাবেলায় প্রতিনিয়ত অসহায়দের কম্বল বিতরণ করছি। ছিন্নমূল মানুষ ছাড়াও হাসপাতাল, থানা, গ্রাম পুলিশ, অসহায় মুক্তিযোদ্ধা, পত্রিকা বিলিকারক ও গ্রামপর্যায়ে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়াও পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শীতবস্ত্র বিতরণ করেছে।
স্টাফ করেসপন্ডেট