চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক ও পরিবহন আইনে সাতটি মামলা হয়েছে। এ সময় পরিবহন মালিক ও চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৫ সেপ্টেম্বর বুধবার হাজীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কে এ আদালত পরিচালা করে সাত পরিবহনকরে ৪ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন।
এসব পরিবহনের মধ্যে ছিল মোটরসাইকেল,সিএনজি চালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন।
নির্বাহী ম্যাজিট্রেট মোমেনা আক্তার বলেন, ‘পরিবহন আইনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী এ অভিযান জরুরী। তাই আমাদের কার্যক্রম চলবে।’
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur