Home / চাঁদপুর / ‘ক্লিন চাঁদপুর, গ্রীন চাঁদপুর’ বাস্তবায়নে স্যাট আইটির অংশগ্রহণ
‘ক্লিন চাঁদপুর, গ্রীন চাঁদপুর’ বাস্তবায়নে স্যাট আইটির অংশগ্রহণ

‘ক্লিন চাঁদপুর, গ্রীন চাঁদপুর’ বাস্তবায়নে স্যাট আইটির অংশগ্রহণ

‘ক্লিন চাঁদপুর, গ্রীন চাঁদপুর’ জেলা প্রশাসনের আয়োজিত কার্যক্রম বাাস্তবায়নে বুধবার (৭ ডিসেম্বর) সকালে শহরের কালীবাড়ি মোড়ে স্যাট আইটি অংশ গ্রহণ করে।

‘বর্জ্য যার ব্যবস্থাপনা তার, আমার বর্জ্য আমিই সামলাবো’ এ শ্লোগানে প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের উদ্বোধন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আব্দুল হাই।

তিনি বলেন, ‘ক্লিন চাঁদপুর, গ্রীন চাঁদপুর’ কার্যক্রমকে সফল করতে স্যাট আইটি এগিয়ে আসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আশা করবো জেলা প্রশাসনের কার্যক্রমকে সফল করতে সকলে এগিয়ে আসবেন। চাঁদপুরবাসীর সহযোগিতায় আমরা একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলবো।’

স্যাট আইটির উপদেষ্টা আব্দুল আউয়াল রুবেলের সভাপতিত্বে ও মালিক প্রতিনিধি রাজু মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, স্যানেটারি ইন্সপেক্টর অরুপ কর্মকার, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান. মোস্তাক আহমেদ, রোটারীয়ান শাহরিয়ার পলাশ, রোটারীয়ান সাহেদুল হক মোরশেদ, স্যাট আইটির সাইফি, সাহীদ, বাশার, সুহিন, মেরাজ, রাজু, তামজিদ, মনির, জিহাদ, শুভ, সালেহ, মতিউর, আছমা, রিমু, স্মরনিকা, হাফিজ, ইমরান, শাহপরান, শরীফ, মিহাজ, সাগর, সানোয়ার ও সৈকত প্রমুখ।

পরে স্যাট আইটির শিক্ষার্থীরা শহরের কালীবাড়ি, নতুন বাজার, ছায়াবানি মোড় হয়ে শ্বপথ চত্ত্বর সামনে একটি পথ র‌্যালি ও ঝাড়ু হাতে নিয়ে অতিথিবৃন্দ ক্লিন চাঁদপুর কার্যক্রমে অংশ নেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply