চাঁদপুর সদর

চাঁদপুরে বেপরোয়া মোটর সাইকেলে কেড়ে নিলো যুবতীর প্রাণ

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বেপরোয়া মোটর সাইকেলের গতিতে কেড়ে নিল এক যুবতীর প্রাণ। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাহতলী জেলা কারাগার সড়কের কাজী বাড়ির সামনে মরমান্তিক সড়ক দুর্ঘটনায় তার মুত্যু হয়।

নিহত যুবতীর বাড়ি আশিকাটি ইউনিয়নের গাবতলী সর্দার বাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিকাটি ইউনিয়নের আশিকাটি গ্রামের আজিজ খানের ছেলে ঘাতক শরীফ খান (২৫) গাবতলীর সর্দার বাড়ির সাগর হোসেনের মেয়ে বিউটি আক্তার (২৮) এর গায়ের উপর বেপরোয়া গতিতে এসে মোটর সাইকেল উঠিয়ে দেয়। এ সময় বিউটি সড়কের পাশে পড়ে যায়। এ দুর্ঘটনা সময় স্থানীয়রা বিউটি আক্তারকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

দুর্ঘটনার পর চালক শরীফ খান গা ডাকা দেয়।

স্থানীয়রা অভিযোগ করেন, শরীফ খান প্রতিনিয়ত বেপরোয়া গতিতে মোটর সাইকেল দিয়ে এ এলাকায় বেশ কয়েকবার যাতায়েত করে। এলাকার মানুষ ও তার জন্য আতংকিত থাকে। বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর জন্য তাকে একাধিকবার অনুরোধ করা হয়েছিল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি কিছু অসাধু ব্যাক্তিরা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Share