Home / চাঁদপুর / চাঁদপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির স্মারকলিপি পেশ
ছবি শিক্ষক সমিতি
ছবিটি কর্মসূচির প্রতীকী হিসেবে নিউজের সাথে সম্পৃক্ত করা হলো

চাঁদপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির স্মারকলিপি পেশ

বাংলাদেশ শিক্ষক সমিতি,চাঁদপুর জেলা শাখার আয়োজনে বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয় ।

১৩ মার্চ বেলা ১১ টায় চাঁদপুর জেলা শাখার সভাপতি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক ও ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন এর নেতৃত্বে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি পেশ করা হয় । জেলা প্রশাসক চাঁদপুরের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.বশির হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া, হাজিগঞ্জ, হাইমচর,শাহারাস্তি, মতলব (উ.),মতলব (দ.)ও,চাঁদপুর সদর এ-র শিক্ষক নেতৃবৃন্দ। এ সময় চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সকল শিক্ষককে সংগ্রামী শুভেচ্ছা জানান এবং বেসকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবিতে ও সরকারি-বেসরকারি বৈষম্য নিরসন,পূর্ণাঙ্গ উৎসব ও মেডিক্যাল ভাতার দাবিসমুহ মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।

এ ছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতি,কেন্দ্রিয় কমিটির আহবানে ঢাকার ২০ মার্চ মহাসম্মেলনে অংশগ্রহণের জন্যে বাংলাদেশ শিক্ষক সমিতির সব উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল শিক্ষকদের প্রতিও আহবান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধূসুন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক গণেশ চন্দ্র দাস,প্রধান শিক্ষক মো.সাইফুল ইসলাম,রাজরাজেস্বরের প্রধান মো.সফিউল্লা, প্রধানশিক্ষক মো.হারুণ অর রশিদ , প্রধানশিক্ষক মো.মাহবুবুর রহমান,প্রধানশিক্ষক মো.শাহাজাহান,মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো, বিলাল হোসেন, সহকারী প্রধানশিক্ষক মো.ইলিয়াছ মিঞা,সহকারী প্রধানশিক্ষক জীবন কৃষ্ঞ পাল,মেক মো.হানিফ,সহকারী প্রধানশিক্ষক মো.জাহাঙ্গীর আলম,বিপুল চন্দ্র নন্দী,সহকারী প্রধানশিক্ষক মো.রবিউল আওয়াল,সহকারী প্রধানশিক্ষক মো.বাবুল হোসেন,সহকারী প্রধানশিক্ষক মো.তাজুল ইসলাম ও সহকারী প্রধানশিক্ষক মো. নাসির হোসেন প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি

আবদুল গনি
১৩ মার্চ ২০২৩