Home / উপজেলা সংবাদ / হাইমচর / ভয়াল ২১ আগস্ট: হাইমচরে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি গ্রহণ
স্বেচ্ছাসেবক

ভয়াল ২১ আগস্ট: হাইমচরে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি গ্রহণ

২০০৪ সালের ২১ আগষ্টে ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালিন রিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় শেখ হাসিনার প্রান রক্ষার্থে জীবন উৎসর্গ করেন হাইমচরের কৃতি সন্তান স্বেচ্চা সেবকলীগের কেন্দ্রীয় নেতা শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারী।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ আঃ কুদ্দুছের স্মরনে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে হাইমচর উপজেলা আ’লীগ ও স্বেচ্চাসেবকলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচিগুলোতে কেন্দ্রীয় স্বেচ্চাসেবক লীগ সভাপতি নীর্মল গুঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন বাবুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত কুদ্দুছ পাটওয়ারীর বড় ভাই উপজেলা আ.লীগের সহ সভাপতি মো. হুমায়ুন কবির পাটওয়ারী জানান আজ ২১ শে আগষ্ট আমার ছোট ভাই শহীদ কুদ্দুসের ১৭ তম মৃত্যুবার্ষিকী। তার এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আ’লীগ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচিগুলোতে কেন্দ্রীয় স্বেচ্চাসেবকলীগ সভাপতি নীর্মল গুঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন বাবুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সকাল ৮ টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন। ৮টা ৩০ মনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ও শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন এবং কালো ব্যাচ ধারন। সকাল ৯টায় শোক র‌্যালী ও শহীদ কুদ্দুস পাটওয়ারীর সমাধীতে পুস্পমাল্য অর্পন। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও তবারক বিতরন। দুপুর ১ টায় ত্রান বিতরণ, ২টায় শহীদ আঃ কুদ্দুছ পাটওয়ারীর পরিবারের সাথে নেতৃবৃন্দের স্বাক্ষাৎ।

প্রতিবেদক: মো.ইসমাইল