বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সিরাজুল ইসলাম আজ (১ জানুয়ারি) রোববার একদিনের সফরে চাঁদপুর আসছেন।
এদিন তিনি চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সার্ভিসের উদ্বোধন করবেন ও চাঁদপুর সরকারি হাসপাতাল পরিদর্শন করবেন।
সকাল ৭ টায় তিনি ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ৯টায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে উপস্থিত হবেন।
তারপর সকাল ১০ টায় হাসপাতালের ইনডোর সার্ভিস উদ্বোধন শেষে বেলা ১২ টায় চাঁদপুর সরকারি হাসপাতাল পরিদর্শন শেষে বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে অবস্থান করে পরদিন সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
এদিকে সচিবের আগমনকে ঘিরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পরিষ্কার পরিছন্নতাসহ সবকিছুতেই অনেক পরিবর্তন এসেছে। গত দু’দিন ধরে হাসপাতালটি ভিন্ন রূপে রূপ ধারন করেছে।
রোগীদের বেড, বালিশ, চাদর, ময়লা ফেলার পাত্র, দরজা, জানালা, টয়লেট পরিস্কার পরিছন্ন, এমন কি খাওয়া দাওয়ার প্রতিও বেড়েছে রোগীদের কদর।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
।। আপডটে, বাংলাদশে সময় ৬ : ৩০ এএম, ১ জানুয়ারি ২০১৭ রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur