করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অব্যহত রয়েছে।
২১ মে শুক্রবার জেলা সকল উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ২২ টি মামলায় ২২ জন ব্যক্তিকে ৭হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়। একই সাথে বাজার মনিটরিং করা হয়।
এর মধ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী ১১ মামলায় ৪হাজার ৬শ’ টাকা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন ১১ মামলায় ২হাজার ৮শ’ সহ সর্বমোট ২টি মোবাইল কোর্টের অভিযানে ২২ টি মামলায় ৭হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২১মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur