Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা
স্বাস্থ্যবিধি

ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা

চলমান লকডাউনের স্বাস্থ্যবিধি না মানায় এবং নিষেধাজ্ঞা স্বত্বেও দোকান খোলার রাখার অপরাধে এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ১১টি মামলায় ৩ হাজার ৭ শ টাকা জরিমানা করে।

জানা গেছে, লকডাউনের ১৪ তম দিন ৫ আগস্ট বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার, কেরোয়া ব্রীজ সংলগ্ন, মজিদিয়া ট্রাস্ট হাসপাতাল এলাকা, বটতলী বাজার, গাজীপুর বাজার ও চান্দ্রা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০টি মামলা দায়ের করে ৩ হাজার ২শত টাকা জরিমানা আদায় করেন। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ১টি মামলায় ৫শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

প্রতিবেদক: শিমুল হাছান, ৫ আগস্ট ২০২১