Home / চাঁদপুর / স্বাধীনতায় বিশ্বাস করে না এমন প্রতিষ্ঠান থাকার দরকার নেই : চাঁদপুরে শিক্ষা সচিব
‘স্বাধীনতায় বিশ্বাস করে না এমন প্রতিষ্ঠান থাকার দরকার নেই’

স্বাধীনতায় বিশ্বাস করে না এমন প্রতিষ্ঠান থাকার দরকার নেই : চাঁদপুরে শিক্ষা সচিব

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন বলেছেন, ‘যে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনতায় বিশ্বাস করেনা সে সকল প্রতিষ্ঠান থাকার কোনো দরকার নেই। সরকারি সুবিধা নিয়ে কোনো প্রতিষ্ঠান যদি সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তাবে তাদের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়াসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

বৃহস্পতিবার (১ সেপ্টম্বার) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে মতবিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো কম্পিউটার ল্যাব করে দিয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস চালু করার জন্য বিভিন্ন প্রকার যন্ত্রাদি দিয়েছে। কিন্তু তার পরেও অনেক প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালু হয়নি। এটা খুবই দুঃখজনক। এই বছরের মধ্যে সকল শিক্ষা-প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালু না করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ওই প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধাসহ শিক্ষকদের বেতন-ভাতাও বন্ধ করে দেয়া হবে।’

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতি মন্ত্রনালয়ে যুগ্ম সবিব মো. মঞ্জুরুল রহমান, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আহসান কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, চাঁদপুর সকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম প্রমুখ।

এসময় জেলা সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

‘স্বাধীনতায় বিশ্বাস করে না এমন প্রতিষ্ঠান থাকার দরকার নেই’

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply