Tuesday, 02 June, 2015 10:57:04 PM
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :
এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অভিনেত্রী শমী কায়সারসহ সাত জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আল-কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বলেন, মঙ্গলবার আনুমানিক বিকেল ৩টার দিকে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেয়া হয়েছে। চিঠি পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তিনি আরও জানান, এ কে আজাদ স্যারের কাছে চিঠি আসার পর আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেছি। তবে তিনি সহ আরো দুইজন শিক্ষকের নাম লিস্টে থাকলেও তাদের কাছে এখনো চিঠি আসেনি।
জানা গেছে, ‘সেকেন্ড লিস্ট অব ডেথ’ শিরোনামে লেখা চিঠির তালিকায় সবার নামের পরে লেখা আছে ‘মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেথ’। খয়েরী রঙের খামে একটি চিঠি দুপুরে সাবেক ভিসি এ কে আজাদ চৌধুরীর ঠিকানায় আসে।
আল-কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ স্বাক্ষরিত লাল কালিতে লেখা ওই চিঠিতে সাত জনের নাম আছে। তাদের মধ্যে চার জনই ঢাবি শিক্ষক। এর মধ্যে সাবেক ভিসি ও বর্তমান প্রক্টর ছাড়াও আরো দু’জন হচ্ছেন কলা অনুষদের ডিন ড. আখতারুজ্জামান ও ইতিহাস বিভাগের অধ্যাপক ও জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবু মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
তালিকার প্রতিটি নামের ডান পাশেই লেখা আছে ভিন্ন ভিন্ন ট্যাগ। প্রথম দফায় পাঠানো চিঠির নামের ট্যাগের সঙ্গে এবারের ট্যাগগুলোতে মিলও রয়েছে।
ড. এ কে আজাদ চৌধুরীর নামের পাশে লেখা ‘ইসলামিক এনিমি’। এরপরেই আসাদুজ্জামান খান-এর নামের পাশে লেখা ‘মিনিস্টার ট্রেইটর বিডি’, ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসাইন (অ্যান্টি ইসলাম রাইটার), অভিনেত্রী শমী কায়সারের নামের পাশে লেখা ‘নাস্তিক’, আবু মুসা মুহাম্মদ মাসুদুজ্জামান ‘অ্যান্টি ইসলাম ওয়ার্কার’, প্রক্টরের নামের পাশে লেখা ‘ডিফেমার অব ডিইউ’ এবং সর্বশেষ ড. আখতারুজ্জামান এর নামের পাশে লেখা আছে ‘ইসলামিক এনিমি’।
প্রসঙ্গত, এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ১০ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল আল কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামের সংগঠনটি। সে তালিকায় আরও ছিলেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, সংসদ সদস্য তারানা হালিম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, মোহাম্মদ ইকবালুর রহিম এবং পলটন সুতার।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur