সব প্রতিকূলতাকে জয় করে স্বপ্নের পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার আজ দৃশ্যমান। সেই স্বপ্ন পূরণের অভিযাত্রাকে হেলিকপ্টার থেকে মোবাইল ফোনে ছবি তুলেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকা ফেরার পথে পদ্মার উপর আকাশ থেকে স্বপ্নের পদ্মা সেতুর ছবি তোলেন সরকারপ্রধান।
দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে ছবি তুলছেন। এ সময় প্রধানমন্ত্রীকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।
বার্তা কক্ষ,২৫ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur