Home / বিশেষ সংবাদ / স্পা সেন্টার থেকে আপত্তিকর অবস্থায় ১০ নারী-পুরুষ আটক
স্পা সেন্টার

স্পা সেন্টার থেকে আপত্তিকর অবস্থায় ১০ নারী-পুরুষ আটক

গুলশানে একটি স্পা সেন্টার থেকে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় ৫ নারী ও ৫ জন পুরুষকে আটক করেছে পুলিশ। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গুলশান-১ এর নাভানা টাওয়ারের লেভেল ২২/এ ‘হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ’-এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, থেরাপি সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে এখানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের তরুণী ও নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি।

সংবাদ পেয়ে অভিযানে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করে।

ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার দমন আইনে একটি মামলা করা হয়েছে।

বার্তা কক্ষ, ২৩ সেপ্টেম্বর ২০২০