| আপডেট: ০৮:০৮ অপরাহ্ণ, ৩০ আগস্ট ২০১৫, রোববার
স্নানে ব্যস্ত সবাই ….
চাঁদপুর পুরাণবাজার এলাকা। তখন ঠিক দুপুর। প্রচণ্ড গরম। ছেলেমেয়ে, ঘরের বৌ, বৃদ্ধ সবাই ব্যস্ত নদীর জলে শরীরের কালিমা বিসর্জন দিতে।
দিনের কর্ম ব্যস্ততার ফাঁকে একটু অবসর পেলেই তারা চলে আসেন নদীর কিনারায়। এসঙ্গে দলবেঁধে নদীর জলে ডুব দিয়ে গরম থেকে পরিত্রাণ পেতে ঝাঁপিয়ে পড়েন।
হয়তো একটা সময় আসবে এ দৃশ্য তখন আর দেখা যাবে না। তখন এই চিত্রটি হয়তো আর পাওয়াও যাবে না।
ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান রানা।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur