Home / জাতীয় / রাজনীতি / স্থায়ী ও নির্বাহী কমিটি গঠনের পূর্ণ ক্ষমতা খালেদার
স্থায়ী ও নির্বাহী কমিটি গঠনের পূর্ণ ক্ষমতা খালেদার

স্থায়ী ও নির্বাহী কমিটি গঠনের পূর্ণ ক্ষমতা খালেদার

এখন থেকে দলের স্থায়ী ও নির্বাহী কমিটি গঠনের পূর্ণ ক্ষমতা খালেদা জিয়ার হাতে থাকবে। শনিবার বিএনপির ষষ্ঠ কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার সন্ধ্যায় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

এর আগে, দলের চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে অনুমোদন দিয়েছে দলটির কাউন্সিল।

বিকেল পৌনে ৪টার দিকে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। রুদ্ধদ্বার এই অধিবেশনে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যারা কাউন্সিলর তারাই অংশ নিচ্ছেন। এই কাউন্সিলে কাউন্সিলরের সংখ্যা তিন হাজার।

দলের স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ, জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, জেলা ও মহানগর থেকে দুজন মহিলা সদস্যসহ মোট কাউন্সিলরদের ১০ শতাংশ চেয়ারপারসন কর্তৃক মনোনীত সদস্যগণ হচ্ছে কাউন্সিলর।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ১৯ মার্চ ২০১৬, শনিবার

এমআরআর