Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানদের নিয়ে ওরিয়েন্টেশন
Motlob Dokkhin
প্রতীকী

মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানদের নিয়ে ওরিয়েন্টেশন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কৃমিনাশন সপ্তাহ উপলক্ষ্যে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানদের সাথে মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে অডিটরিয়ামে ওরিয়েন্টেশনসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডাঃ এ কে এম মাহাবুবুর রহমান।

সভাপতির বক্তব্যে তিনি আগামী ৪-৯ নভেম্বর জাতীয় কৃমিনাশক সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ও মাদ্রাসার ৫ থেকে ১৫ বছর বয়সী ছাত্র/ছাত্রীদের কৃমিনাশক টেবলেট খাওয়ানের বিষয়ে গূরুত্বপূর্ন আলোচনা করেন। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম খান, মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, মতলব প্রেসক্লাবের সহ-সংগঠনিক সম্পাদক রোটা.মাহফুজ মল্লিক।

এ সময় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, দগরপুর আঃ গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, বহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, বোয়ালীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল, বোয়ালীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সৈয়দ আহম্মেদসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধানগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১:৫৬ পিএম, ২৪ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply