Home / চাঁদপুর / স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায়

স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁদপুর জেলা পর্যায়ে শীতকালিন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিসভা মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ছাত্র-ছাত্রীদের কে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করার ব্যবস্থা করে দিতে হবে। শুধু পড়ালেখা করলেই হবে না, খেলাধুলায় ও সমজ্ঞান থাকতে হবে। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও প্রশাসনের পক্ষ থেকে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ প্রতিযোগিতা সফল করার জন্য সকলকে সহযোগিতা করার আহবান জানান।

জেলা শিক্ষা অফিসার শফি উদ্দিন আহম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ সাদীদ, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Anwarul-Hoque.jpg” ]আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট [/author] ।। আপডেট : ০৫:০০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ