গাজা উপত্যকার ৪ লাখের বেশি ফিলিস্তিনি জাতিসংঘের স্কুল এবং ভবনে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের রিলিফ এন্ড ওয়ার্ক এজেন্সি (ইউএনআরডব্লিওএ) বলেছে, বৃদ্ধ, শিশু, অন্তসত্ত্ব্য নারী, এবং শারীরিক অক্ষম মানুষ তাদের মৌলিক মানবিক সম্মান থেকে বঞ্চিত। এটা চূড়ান্ত অসম্মানের।
জাতিসংঘের এই সংস্থা জানিয়েছে,৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত তারা অন্তত ১৪ জন কর্মী হারিয়েছে।
ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের দশম দিনে দু’ পক্ষে নিহত ব্যক্তির সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। এখন ফিলিস্তিনের গাজায় হামাস সদস্যদের বিরুদ্ধে বিমান হামলার পাশাপাশি স্থল ও নৌ-হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে তারা ।
১৭ অক্টোবর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur