“মানবতার সেবায় বাংলাদেশ পুলিশ” এরুপ দৃষ্টান্ত রাখলেন হাইমচর উপজেলায় কর্মরত হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান।
বুধবার ১২ ফেব্রুয়ারি বিকেলে হাইমচর উপজেলার ৫নং খুদিয়া বাজাপ্তী সরকারী প্রাথমীক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী অসহায় ভূমিহীন পিতার কন্যা সাদিয়ার হাতে স্কুল ব্যাগ ও নতুন পোশাক তুলে দেন।
উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের ভূমিহীন আব্দুস ছাত্তার জমাদ্দারের মেয়ে সাদিয়া প্রতিদিন ন্যায় ছিড়া ব্যাগ নিয়ে স্কুল যেতে দেখেন হাইমচর থানার অফিসার ইনর্চাজ মোঃ জহিরুল ইসলাম খান। পরে তিনি মেয়েটির পারিবারের খোঁজ নিয়ে অসহায়বস্থার কথা জানতে পারেন।
পরে মেয়েটিকে তার মাকেসহ নিয়ে আসার জন্য বলেন। সাদিয়া তার মাকে নিয়ে থানায় নিয়ে আসলে অফিসার ইনর্চাজ তাকে একটি উন্নত মানের ব্যাগ ও নতুন পোশাক উপহার দেন।
প্রতিবেদক : বিএম ইসমাইল, ১২ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur