Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ড্রেজারে কৃষি জমি খননের দায়ে জরিমানা
dreaser jorimana

হাজীগঞ্জে ড্রেজারে কৃষি জমি খননের দায়ে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অবৈধ ড্রেজার মেশিনে কৃষি জমি খননের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকালে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

জানা গেছে, তারালিয়া গ্রামের তৈয়ব আলী মাস্টার (৬৫) কৃষি জমি খনন করে। তার দায়িত্বে ড্রেজার মেশিন পরিচালনা করে। পরে তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ড্রেজার মেশিন বসিয়ে আবাদী কৃষি জমি ধ্বংসের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে অপরাধীকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয় এবং পরে ড্রেজার মেশিন টি ধ্বংস করা হয়।

স্পেশাল করেসপন্ডেন্ট, ১২ ফেব্রুয়ারি ২০০২