চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিক্ষার্থী সমাবেশে (পিটি) স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার সকালে উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে এই শিক্ষার্থীর মৃত্যু হয়। শিক্ষার্থী শিরিন আকতার ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের জয়নাল আবেদীনের মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন চাঁদপুর টাইমসকে জানান, বিদ্যালয়ে পিটি চলার সময় হঠাৎ শিরিন আকতার জ্ঞান হারিয়ে পড়ে। ওইসময় অন্যান্য শিক্ষার্থীরা তাকে কোলে করে বিদ্যালয় মিলনায়তনে নিয়ে যায়। সেখান থেকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক ইফ্ফাত রুবাইয়াত শিরিন আকতারকে মৃত ঘোষণা করেন।
শিরিনের মা জ্যোস্না বেগম চাঁদপুর টাইমসকে জানান, সকাল ৭টায় কিছু না খেয়েই স্কুলে প্রাইভেট পড়তে আসে শিরিন। আসার সময় স্কুলে কিছু খাওয়ার জন্য টাকা নিয়ে আসে। সাড়ে ১০টার সময় স্কুল থেকে খবর পেয়েছি শিরিন অসুস্থ্ এর পরে হাসপাতালে এসে দেখি আমার মেয়ে আর নেই। এ বলে তিনি কান্নায় ভেঙ্গ পড়নে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. আবদুর রশিদ চাঁদপুর টাইমসকে বলেন, শিরিন আকতারের মৃত্যুর খবর শুনে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে গিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
আরো পড়ুন- চাঁদপুরে যুবকের প্রবাসে যাওয়ার স্বপ্ন আগুনে পুড়ে ছাঁই
প্রতিবেদক : মনিরুজ্জামান বাবলু, ২৯ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur