Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে যুবকের প্রবাসে যাওয়ার স্বপ্ন আগুনে পুড়ে ছাঁই
আগুনে পুড়ে

চাঁদপুরে যুবকের প্রবাসে যাওয়ার স্বপ্ন আগুনে পুড়ে ছাঁই

কথা ছিলো, সব ঠিক থাকলে আগামী মাসেই সৌদিতে পা রাখবে শরীফ। এজন্যে ভিসার কাজে ঢাকায় অবস্থান করেছিলো সে। ক্ষুদ্র কাঁচা তরকারির বিক্রেতা পিতা আব্দুল মান্নান সরকার (৫৫) গিয়েছিলেন গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজনের কাছ থেকে আরো কিছু টাকা সংগ্রহ করতে।

ছেলেকে বিদেশে পাঠিয়ে কিছুটা সুখের মুখ দেখার স্বপ্নে হয়তো ঘুমিয়ে ছিলেন মা রাশিদা বেগম। কিন্তু সবকিছু ছাঁই করে দিলো এক রাতের অগ্নিকাণ্ড।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেলো স্টিলের আলমারি ড্রয়ারে রাখা ভিসার সাড়ে চার লাখ টাকা, স্বর্ণকার, ঘরের আসবাবপত্রসহ শরীফদের ঘরের সবকিছু।

২৯ জানুয়ারি বুধবার রাত অনুমানিক সাড়ে ৩টার সময় চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্যশ্রীরামদি সরকার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে । খবর পেয়ে পুরাণবাজার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে সবকিছু ভস্মিভূত হয়ে যায়।

শরীফের বড় ভাই মো. মোজাম্মেল চাঁদপুর টাইমসকে জানায়, শরীফের ভিসা হয়ে গেছে। ঘটনার দিন সে ভিসারর কাজর ঢাকা ছিলো। পিতা আব্দুল মান্নান সরকার শরিয়তপুর গ্রামের বাড়িতে গিয়েছিরেন অাত্মীয়দের কাছ আরো কিছু টাকা সংগ্রহ করতে। তার মা এবং ছোট বোন সুমি ও মুন্নি ঘরেই ঘুমিয়ে ছিলো। রাত অনুমানিক সাড়ে ৩টার সময় হঠাৎ আগুন দেখতে পায় তার মা। মায়ের ডাক চিৎকারেইসে এবং আসপাশের লোকজন ছুটে আসে। মুহূর্তেই আগুনের রেলিহান শিখা বাড়তে থাকে। প্রতিবেশীরা যার যার সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পুরাণবাজার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনেন।

গৃহের মালিক আব্দুল মান্নান সরকার চাঁদপুর টাইমসকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে গ্রাম থেকে ছুটে আসেন তিনি। স্টিলের আলমারিতে ছেলেকে বিদেশ পাঠানোর সাড়ে চার লাখ টাকা ও স্বর্ণকার যা ছিলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন।

আরো পড়ুন- হাজীগঞ্জে শিক্ষার্থী সমাবেশে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবেদক : আশিক বিন রহিম, ২৯ জানুয়ারি ২০২০