Home / আন্তর্জাতিক / সৌদি আরবে গির্জা স্থাপনে ভ্যাটিকানের সঙ্গে চুক্তি
সৌদি আরবে গির্জা স্থাপনে ভ্যাটিকানের সঙ্গে চুক্তি

সৌদি আরবে গির্জা স্থাপনে ভ্যাটিকানের সঙ্গে চুক্তি

সৌদি আরবে গির্জা স্থাপনের জন্য ভ্যাটিক্যানের সঙ্গে এক চুক্তিতে উপনীত হয়েছে দেশটি। ফলে শীঘ্রই সৌদি আরবে ক্যাথলিক খ্রিস্টানদের গির্জা স্থাপিত হবে বলে জানা গেছে।

সৌদি আরবের এক ওয়াহাবি নেতা ও ভ্যাটিকানের কার্ডিনালের মধ্যে ইতিমধ্যেই গির্জা স্থাপনের জন্য একটি চুক্তি সই হয়েছে। সৌদি আরবের অন্যতম ওয়াহাবি এনজিও মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শেখ মোহাম্মদ বিন আবদেল কারিম আল ইসসা ও লুইস তাওরিনের মধ্যে এই চুক্তিটি সই হয়েছে।

বিশপ পরিষদের প্রধান জন লুইস তাওরিন গত মাসে এক সপ্তাহের জন্য সৌদি সফরে গিয়েছিলেন। সফরে লুইস তাওরিন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানসহ বেশ কয়েকজন ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করেন। সে সময়েই চুক্তিটি সম্পন্ন হয় বলে জানা গেছে।

তবে তার এ সফর নিয়ে সৌদি আরবের স্থানীয় সংবাদমধ্যমগুলো কিছু সংবাদ পরিবেশন করলেও আন্তর্জাতিক মিডিয়াগুলো তেমন গুরুত্ব দেয়নি।

ক্যাথলিকদের গির্জা নির্মাণ ছাড়াও প্রতি দুই বছর পর পর মুসলিম-খ্রিষ্টান সম্মেলনের আয়োজন করা হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply