৬ মাসের ছুটিতে বাড়িতে এসে কর্মের টানা ৯ দিন আগে সৌদি আবর পাড়ি দেন চাঁদপুরের কচুয়ার তেতৈয়া গ্রামের মো. কামাল উদ্দিন সরকার। ইচ্ছা ছিল ২-৪ বছর প্রবাস কাটিয়ে একবারে দেশে চলে আসবেন। কিন্তু সে ইচ্ছা পূরন হলো না। কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুঘটনায় নিহত হন তিনি। নিহত কামাল উদ্দিন সরকার কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মৃত: আশেক আলী সরকারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন সরকার প্রায় ১৫ বছর ধরে তিনি সৌদি প্রবাসে রয়েছেন। ৬ মাস পূর্বে ছুটিতে বাড়ীতে এসে গত ১৬ সেপ্টেম্বর তিনি সৌদি আবর পুনরায় যান।
শনিবার সৌদি আরবের কর্মস্থলে যাওয়ার পথে সড়ক পাড় হতে গিয়ে তিনি বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন। তার মৃত্যুর সংবাদ পৌঁছলে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ৩ ছেলে-মেয়ে রেখে গেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসাইন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দু:খজনক। কামাল উদ্দিনের লাশ দেশে আনার চেষ্টা চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur