সৌদি আরবের সরকারি নিয়মানুসারে যে দিনগুলোতে ছুটি থাকার কথা ওইসব দিনে শ্রমিকদের দিয়ে কাজ করানো হলে মালিককে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এছাড়া শ্রম আইন লঙ্ঘন করলেও বিধি মোতাবেক জরিমানা করা হবে।
সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আলি আল ঘাফিস বলেন, শ্রমবাজার উন্নয়নে ও শ্রমিকদের স্বার্থে আগের আইনে কিছুটা পরিবর্তন করা হচ্ছে।
প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে দেশটির প্রযোজ্য ৩৮ নম্বর ধারা লঙ্ঘন করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে মালিকপক্ষকে। এছাড়া ১৫ নম্বর ধারা লঙ্ঘন করলেও একই পরিমাণ জরিমানা গুনতে হবে মালিককে।
শ্রমিকের কাছ থেকে পাসপোর্ট কিংবা মেডিকেল ইন্সুরেন্সের কাগজ নিয়ে রাখলে দুই হাজার রিয়াল জরিমানা করা হবে। অবশ্য শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করেই তাদের দিয়ে কাজ করালে ১৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।
আর একই অনিয়ম দ্বিতীয়বার করলে জরিমানার পরিমাণ হয়ে যাবে দ্বিগুণ। (কালের কন্ঠ)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ৪০ পি.এম, ০৬ ফেব্রুয়ারি২০১৮,মঙ্গলবার ।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur