Home / আন্তর্জাতিক / সৌদিতে ঈদ কবে সিদ্ধান্ত আজ
eid

সৌদিতে ঈদ কবে সিদ্ধান্ত আজ

সৌদিতে কবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তা আজ ২০ জুলাই সোমবার চাঁদ দেখার ওপরই নির্ভর করবে। দেশটির নাগরিকদের সোমবার জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

রোববার সৌদি সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানায়, সৌদিতে বসবাসরত যে কেউ এই চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং বক্তব্য রেজিস্ট্রি করে নেবেন।

চাঁদ দেখা সাপেক্ষেই মুসলিম বিশ্বে বাৎসরিক ও মাসের হিসাব করা হয়। ইংরেজি বছরের ৩৬৫ দিনের বিপরীতে আরবি বছরে ৩৫৫ দিন। পবিত্র রমজান ও ঈদুল ফিতর সবকিছু চাঁদ দেখার ওপর নির্ভরশীল। হজের দিন তারিখ ও ঈদু আজহার তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করে।

প্রসঙ্গত, চলতি বছরে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সীমিত আকারে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ নিয়ে হজ অনুষ্ঠিত হবে।

সৌদি হজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে আগামি ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কা ও হজের কার্যক্রম হয় এমন এলাকায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করে, তাকে শাস্তিস্বরূপ ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

বার্তা কক্ষ , ২০ জুলাই ২০২০