Home / চাঁদপুর / সঠিকভাবে দায়িত্ব পালন করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব
সোনার বাংলা

সঠিকভাবে দায়িত্ব পালন করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব

স্বাধীনতার মহানন স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে ভাষাবীর এম.এ. ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রোগী বহনকারী ও হুইল চেয়ার প্রদান এবং শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট সোমবার সন্ধ্যায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে হাসপাতালের হল রুমে শোকসভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

চাঁদপুর বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম এর পরিচালনায় চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, চাঁদপুর এনএসআই উপ-পরিচালক শাহ মোঃ আরমান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা বিএমএর সাবেক সভাপতি ডাঃ মোঃ শহিদ উল্ল্যাহ, ডাঃ সাজেদা পলিন, ডাঃ সালেহ আহমেদ, আরএমও ডাঃ সূজাউদ্দৌলা রুবেল, চাঁদপুর বিএমএর সভাপতি ডাঃ নূরুল হূদা, ডাঃ তাবেন্দাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডাঃ দীপু মনি এমপি বলেছেন, সকলে যদি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করেন। তাহলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার ভাই বোন। আর আমি একজন চিকিৎসক। আগের তুলনায় সেবার মান অনেক পরিবর্তন হয়েছে। মধ্য বয়সী অনেক চিকিৎসক আছেন, এখনও হাসপাতালে সময়মত আসেন না। সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। আমি নিজে এখন থেকে তা তদারকি করবো। তাই আপনারা যারা এখনো সেবা দানে যারা অনিয়ম করছেন আপনারা ঠিক হয়ে যান। এটা আপনাদের জন্য শেষবারের মতো সর্তক হিসেবে নিতে পারেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাও. মোশাররফ হোসেন।

ভাষাবীর এম.এ. ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ৪টি রোগী বহনকারী ও ৬টি হুইল চেয়ার প্রদান করা হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৫ আগস্ট ২০২২