[box type=”download” ]জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন ও আলোচনাসভায় জেলা প্রশাসক[/box]
চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুমিল্লা রোডে মানববন্ধন, র্যালি ও আলোচনাসভার আয়োজন করে।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।
এ সময় তিনি বলেন, বলেন, দুর্নীতি দমনে স্কুল কলেজের যুবকদের এগিয়ে আসতে হবে। দুর্নীতি সম্পর্কে যুবকদের এখন থেকেই সচেতন হতে হবে। এই যুবকরাই আগামী দিনের ভবিষ্যত। দুর্নীতিকে ঘৃণা করতে হবে। যুবকদেরকে সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দুর্নীতি দমন কমিশনের আন্দোলনের ফলেই সারা দেশে দুর্নীতি ধীরে ধীরে কমে আসছে এবং দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, কুমিল্লা জেলার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক, সাইফুল ইসলাম, অধ্যাপক মোঃ জাকির হোসেন, মফিজুল হক মাস্টার, মাওলানা কেফায়েত উল্লাহ, সানা উল্লাহ খান।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ]মাজহারুল ইসলাম অনিক [/author]||আপডেট: ০৭:৪৮ অপরাহ্ন, ৩০ মার্চ ২০১৬, বুধবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur