চাঁদপুরের ফরিদগঞ্জে ইতালি ফেরত এক ব্যক্তিকে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।১২ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় প্রশাসনের পরামর্শে তিনি তার নিজ ঘরে কোয়ারেন্টাইনে রয়েছে। এক সপ্তাহ আগে ওই ব্যক্তি ইতালি থেকে দেশে ফেরত আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি বলেন, গত এক সপ্তাহ আগে ওই ব্যক্তি ইতালি থেকে দেশে আসেন। এসময় তিনি নিজ থেকেই ঘরের বাইরে তেমন বের হননি। বৃহস্পতিবার সকালে আমরা বিষয়টি জানার পর তাকে সেলফ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি। তিনি আমাদের জানিয়েছেন তার কাছে হেলথ সার্টিফিকেট রয়েছে। তারপরও আমরা সার্বক্ষণিক তার ওপর নজর রাখছি।
ইউএনও আরও জানান, তবে গত ১০ দিনে ফরিদগঞ্জ উপজেলায় প্রায় দেড় শতাধিক প্রবাসী দেশে ফিরেছেন। তাদের সবার ব্যাপারে বিশেষ নজর রাখছে প্রশাসন।
এদিকে করোনাভাইরাস মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে। পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত রেখেছে স্থানীয় প্রশাসন।
করেসপন্ডেট,১২ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur