পিকনিকে গিয়ে পদ্মায় গোসল করতে নেমে যখন ডুবে যাচ্ছিল যশোর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আবির, তখনও তার বন্ধুরা সেলফি তোলাতেই মগ্ন ছিল। এরকম কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ছবিতে দেখা যাচ্ছে, ডুবন্ত আবির হাত উঁচু করে বন্ধুদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও বন্ধুদের কারও দৃষ্টিই সেখানে যায়নি।
যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক তবিবুর রহমান বলেন, সোমবার ৯মার্চ সকালে কলেজ থেকে ১৩১ শিক্ষার্থী ও ৯ শিক্ষক পিকনিকে কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে যান। শিক্ষার্থীদের আগেই বলা হয়েছিল পদ্মায় না যাওয়ার জন্য। কিন্তু কয়েকজন নিষেধ অমান্য করে পদ্মায় চলে যায়। বেলা দেড়টার দিকে তারা পদ্মায় নামলে সেখানে আবির ডুবে যায়।
আবিরের বন্ধু পলাশ আহমেদ বলেন, আমরা সবাই পানিতে নেমে হৈ চৈ করি ও সেলফি তুলি। সেখান থেকে ফিরে আসার পর আবিরকে না পেয়ে বিষয়টি শিক্ষকদের জানানো হয়। শিক্ষকরা কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পদ্মায় জাল টেনে এবং ডুব দিয়ে খোঁজাখুঁজি করেও আবিরের সন্ধান করতে ব্যর্থ হয়। পরে খুলনা থেকে ডুবুরি দলের সদস্যরা গিয়ে রাত ৯টার দিকে আবিরের লাশ উদ্ধার করে।
পলাশ আহমেদ বলেন, আমরা যেসব সেলফি তুলেছিলাম, পরে সেগুলো দেখতে গিয়ে আমরা লক্ষ্য করি ডুবন্ত আবিরের ছবিও তাতে দেখা যাচ্ছে, কিন্তু ঘটনার সময় আমরা কিছুই বুঝতে পারিনি।
বার্তা কক্ষ, ১১মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur