এবার আরেক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সেনাবাহিনীতে নারীদের নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির সাতটি অঞ্চলের নারীরা সেনাবাহিনীতে সৈন্য পদের জন্য আবেদন করতেন পারবেন। এর মধ্যে রিয়াদ, মক্কা, আল-কাসিম ও আল-মদিনা অঞ্চল অন্যতম।
সৌদি সেনাবাহিনীতে নারীদের নিয়োগের জন্য বেশ কয়েকটি শর্তারোপ করা হয়েছে। চাকরির শর্তে বলা হয়েছে, আবেদনকারী নারীকে অবশ্যই সৌদির নাগরিক হতে হবে। নিয়োগ নির্দেশনায় সৌদিতে বেড়ে উঠাও একটি যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর নূন্যতম হাইস্কুল শিক্ষা থাকতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ এর মধ্যে।
ওই যোগ্যতা সম্পন্নদের কিছু টেস্ট, সাক্ষাৎকার ও শারীরিক পরীক্ষার দিতে হবে। আচরণও ভালো হতে হবে। কোনো সরকারি বা সেনা প্রতিষ্ঠানে কাজ করে থাকলে এবং বিদেশি নাগরিককে বিয়ে করলে তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনকারী নারীর উচ্চতা ১৫৫ সেন্টিমিন্টারের কম হওয়া যাবে না।
প্রসঙ্গত, সৌদি আরবের যুবরাজ নারীর ক্ষমতায়নে যেসব পদক্ষেপ নিয়েছেন এটি তার সর্বশেষ সংযোজন।
(কালের কন্ঠ)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ২৫০ পি.এম ২৫ ফেব্রুয়ারি২০১৮ রোববার।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur