Home / জাতীয় / রাজনীতি / আইনজীবীদের ভিড়, এজলাস ছাড়লেন বিচারপতিরা
আইনজীবীদের ভিড়, এজলাস ছাড়লেন বিচারপতিরা

আইনজীবীদের ভিড়, এজলাস ছাড়লেন বিচারপতিরা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানিতে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অতিরিক্ত উপস্থিতির কারণে হঠাৎ এজলাস ত্যাগ করেছেন বিচারপতিরা।

এ সময় আদালত আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বলে যান, আপনারা আদালতের পরিবেশ শান্ত করুন। আমরা ১০ মিনিট পর আসছি।

এরআগে আজ রবিবার দুপুর ২টার পরে বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি শুরুর পর পরই এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। আবেদনে ৩১টি যুক্তি দেখিয়ছেন সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবীরা। একই সঙ্গে জামিন আবেদনের ওপর শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। পাশাপাশি স্থগিত করেন তার অর্থদণ্ড।

(কালের কন্ঠ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩০ পি.এম ২৫ ফেব্রুয়ারি২০১৮ রোববার।
এএস.