Home / আবহাওয়া / অবশেষ দুদিন পর সূর্যের দেখা মিলছে
weather

অবশেষ দুদিন পর সূর্যের দেখা মিলছে

চাঁদপুরসহ সারাদেশই গত দুদিন কুয়াশা, হিমেল হাওয়া ও তীব্র শীতের কবলে পড়েছিল। আজও সেসব রয়েছে, তবে মাত্রা কমেছে। এদিকে দুদিন পর ঢাকার আকাশে সকালেই রোদের দেখা মিলেছে। শীতের তীব্রতাও গত দুদিনের তুলনায় কম।

আবহাওয়াবিদরা বলছেন, দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকলে সারাদেশেই আবহাওয়ার অবস্থার কিছুটা উন্নতি হবে।

১৩ জানুয়ারি সোমবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জাগো নিউজকে বলেন, ‘আজকের আবহাওয়া সারাদিন শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। ঢাকায় কুয়াশা কমে গেছে, রোদ উঠেছে। পূর্বাঞ্চলে কুয়াশা আছে, একটু পর হয়তো হালকা কুয়াশা থাকবে। তবে আগের দুই দুই দিনের চেয়ে অবস্থার উন্নতি হবে। আর রংপুর বিভাগ, রাজশাহী, নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা- এসব অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ আছে।’

এদিকে সকাল ৭টা পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। পূর্ব-পশ্চিম/পূর্ব দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা ব্যুরো চীফ