Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জের বড়কূল পশ্চিম ইউনিয়নে সুরক্ষা সামগ্রী বিতরণ
সামগ্রী

হাজীগঞ্জের বড়কূল পশ্চিম ইউনিয়নে সুরক্ষা সামগ্রী বিতরণ

হাজীগঞ্জের ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নে মঙ্গলবার সকালে ইউপি কার্যালয়ে এলজিএসপি-৩ এর আওতায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, ব্লিচিং পাউডার ও সাবানসহ সুরক্ষা সামগ্রী প্রধান করা হয়। শতাধিক পরিবারের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।

ইউপি সচিব হানিফ মিয়ার সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মনির হোসেন গাজী। তিনি বলেন, সরকার জনগনের সচেতনার লক্ষে এ ধরনের সুরক্ষা সামগ্রী বিতরনের উদ্যাগ গ্রহন করেন। তাই আমরা সবাই চলমান মহামারিতে সচেতন থেকে নিজেকে ও পরিবারের সুরক্ষিত রাখতে এইসবের সঠিক ব্যবহার প্রয়োগ অব্যাহত রাখতে হবে।

এ সময় আরো বক্তব্যে রাখেন, প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক আবুল বাশার, ইউপি সদস্য আ. মান্নান।

পরিষদের সকল ওয়ার্ডের মেম্বারগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিবেদক;জহিরুল ইসলাম জয়, ১৩ অক্টোবর,২০২০;