চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে মো. ছাখাওয়াত উল্যাহ যোগদান করেছেন।
নিয়োগপত্র পাওয়ার পর ২৫ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে যোগদানপত্র জমা দিয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি এ স্কুলের সহকারি প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৯ নভেম্বর নিয়োগ পরীক্ষায় মো. ছাখাওয়াত উল্যাহ প্রথম স্থান অর্জন করলে নিয়োগ কমিটির সভায় এ নিয়োগ অনুমোদন করার সুপারিশ করলে স্কুলের ম্যানেজিং কমিটি তাকে নিয়োগপত্র পাঠান।
ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্কুলের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ নবাগত প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্যাহকে ফুল দিয়ে বরন করেন।
প্রেস বিজ্ঞপ্তি
২৬ নভেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur