Home / চাঁদপুর / ‘নির্বাচনের মাস সত্ত্বেও সুষ্ঠ ও সুন্দরভাবে বিজয় মেলা সম্পন্ন হবে’
Bijoy-mela-stearing-comitee

‘নির্বাচনের মাস সত্ত্বেও সুষ্ঠ ও সুন্দরভাবে বিজয় মেলা সম্পন্ন হবে’

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সাথে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিভিন্ন কমিটির মতবিনিময় সভা সোমবার (২৬ নভেম্বর) সকালে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, চাঁদপুরের বিজয় মেলা দীর্ঘদিন সুন্দর ভাবে উদযাপিত হয়ে আসছে। এ বছর নির্বাচনের মাস থাকা সত্ত্বেও আমি আশা করি সুষ্ঠ ও সুন্দর ভাবে বিজয় মেলা সম্পন্ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদিউজ্জামান কিরন, মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মহাসচিব হারুন আল রশিদ,

ভাইস চেয়ারম্যান কাজী শাহাদাত, মুক্তিযোদ্ধা অজিত সাহা, স্মৃতিচারণ পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, আইন শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব সুফি খায়রুল আলম খোকন, মাঠ মঞ্চের আহবায়ক ইয়াহিয়া কিরন, যুগ্ম আহবায়ক অ্যাড. আমির হোসেন মন্টু, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক তপন সরকার, সদস্য সচিব মৃনাল সরকার, মাঠ ও মঞ্চের সদস্য সচিব জাফর ইকবাল মুন্না,

মিডিয়া পরিষদের আহবায়ক কে এম মাসুদ, স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব অভিজিত রায়, অভ্যর্থনার সমন্বয়কারী মুহাম্মদ আলমগীর, স্মৃতি চারণ পরিষদের সমন্বয়কারী বিশ্বজিৎ কর রানা প্রমুখ।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় প্রশাসনের নির্দেশে চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় মাঠের ৩ দিনব্যাপি ইসলামী সম্মেলন মাহফিল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর, ২০১৮