Home / জাতীয় / সুফিবাদ শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
সুফিবাদ

সুফিবাদ শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, সুফিবাদ শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। মাইজভাণ্ডারীর উদ্যোগে বাংলাদেশে সুফিবাদ এগিয়ে যাচ্ছে।

আজ বুধবার আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতি (সুফিজ) এর আয়োজিত হোটেল ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে “এ বার্থ অব প্রফেট (সা.) এ বার্থ অব ন্যাশন” শিরোনামে এক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি।

আমাদের অন্যের অধিকার, বিশ্বাসকে সম্মান করতে হবে। শান্তি প্রতিষ্ঠা না হলে উন্নয়ন টেকসই হবে না। একে অপরকে সম্মান করতে হবে। সবাই এক সাথে মিলে মিশে বসবাস করতে হবে। ‘

আমাদের দেশে বিভিন্ন জেলা মাইজভাণ্ডারী ভক্ত আছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা সুফিবাদের বিশ্বাস করেন, তারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। ‘

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ এখন সারা বিশ্বে রোল মডেল। সারা পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ অর্থনীতি গড়ার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলছে। আমি এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে জীবনে প্রথম অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দ উপভোগ করছি। ‘

সম্মেলনে সভাপতির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আজকের পৃথিবীতে দুর্বলের ওপর সবলের অত্যাচার, নিপীড়নে মানবতার করুন আর্তনাদ চলছে। কেউ কারো কথা শুনছে না। কথায় কথায় যুদ্ধের হুমকি, যুদ্ধের উস্কানী ও নিজদের আধিপত্য বজায় রাখতে গিয়ে অমানবিক কাজের ভাগারে পরিনত করছে পৃথিবীকে। ‘

তিনি আরো বলেন, ‘মানবিক ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মানে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধের জাগরণ ঘটাতে হবে। প্রিয়নবীর (সা.) আদর্শ অনুসরণই মানবতার করুন বিপর্যয় থেকে পরিত্রাণ দিতে পারে। ‘

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, অ্যামেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজি ও গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনিসুজ্জামানসহ বিভিন্ন দেশি-বিদেশি অতিথিবৃন্দ।

বার্তা কক্ষ, ১২ অক্টোবর ২০২২