Home / শিক্ষাঙ্গন / এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
এইচএসসি
ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। এতে জানানো হয়, লিখিত পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু হয়ে বিভাগ ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সময়সূচিতে আরো বলা হয়, ১৫ এবং ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর এইচএসসির রুটিন প্রকাশ করা হয়।

সেই রুটিনে ২০ নভেম্বর সংস্কৃত প্রথম পত্রের পরীক্ষা এবং ২১ নভেম্বর সংস্কৃত দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সংশোধিত রুটিন মতে, এ সকল বিষয়ের পরীক্ষা যথাক্রমে ৬ ও ৮ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে।

এবার এইচএসসি পরীক্ষা দুই শিফটে চলমান থাকবে, পরীক্ষার সময়ব্যাপ্তি হবে ২ ঘন্টা । প্রথম শিফটে সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এবং বিরতিহীন ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে ১ ঘন্টা ৪০ মিনিট বরাদ্দ থাকবে।

বার্তা কক্ষ, ১২ অক্টোবর ২০২২