Home / কৃষি ও গবাদি / সুন্দরবনে ‘মাস্টার বাহিনীর’ আত্মসমর্পণ
সুন্দরবনে ‘মাস্টার বাহিনীর’ আত্মসমর্পণ

সুন্দরবনে ‘মাস্টার বাহিনীর’ আত্মসমর্পণ

সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী র‌্যাবের কাছে আত্মসমর্পন করেছে। রোববার দুপুর একটায় মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাব মহাপরিচালকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মাস্টার বাহিনী অস্ত্র জমা দেবে বলে জানিয়েছে র‌্যাব।

দীর্ঘদিন যাবত পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাস্টার বাহিনীর প্রধান মোস্তফার নেতৃত্বে জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। বিভিন্ন সময় র‌্যাবের অভিযানে ধরে পড়ে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এ বাহিনীর অনেক সদস্য।

র‌্যাব সূত্রে জানা যায়, জলদস্যু দমনে গত ২ বছরে ১৩’শ ৩৭টি যৌথ ও ৭৭টি নিজস্ব অভিযান পরিচালিত হয়। সুন্দরবনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩৫ জন জলদস্যু নিহত হয়েছে। আটক হয়েছে ৬১১ জন।

ৱজলদস্যু দমনে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সুন্দরবনের উপকূলীয় এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ মাস্টার বাহিনীর সদস্যরা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে।

ভিডিও সূত্র- সময় টিভি

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ পিএম, ২৯ মে ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply