Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে টাকা না পেয়ে বসতঘরে তালা দিলেন সুদ ব্যবসায়ী
সুদ

মতলবে টাকা না পেয়ে বসতঘরে তালা দিলেন সুদ ব্যবসায়ী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামে সুদের টাকা না পেয়ে শ্যামল চন্দ্র দাস নামক এক জেলে পরিবারের বসত ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে সুদ ব্যবসায়ী। ওই সুদ ব্যবসায়ী হচ্ছে মাছুয়াখাল গ্রামের মৃত কাশেম আল জমাদারের মেয়ে রোকেয়া বেগম। এছাড়া তিনি ওই বাড়ি থেকে দুটি মাছ ধরার নৌকা ও একটি গরু নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।

গত ৪ ফেব্রুয়ারি উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর গ্রামের দাস বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, খিদিরপুর গ্রামের নিমাই চন্দ্র দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস পার্শ্ববর্তী মাছুয়াখাল গ্রামের জমাদার বাড়ির মৃত কাশেম আল জমাদারের মেয়ে রোকেয়া বেগম রকির কাছ থেকে বিগত ৬ বছর আগে প্রতি হাজারে ১০টা সুদের বিনিময়ে ২লক্ষ ৫০ হাজার টাকা ঋণ নেয়। মহিলাকে প্রতি বছর ৩০ হাজার টাকা সুদ দিতে হয়েছে শ্যামল দাসকে । ৬ বছরে রোকেয়া বেগম রকি ১লাখ ৮০ হাজার টাকা সুদ নেয় শ্যামলের কাছ থেকে। সুদ-আসলসহ টাকা পরিশোধের পর বর্তমানে সুদের ১লক্ষ ৫০ হাজার টাকা পাওনা হয় রকি বেগম ।

ওই সুদের টাকা পরিশোধ নিয়ে ঘুরাঘুরি করায় গত ৪ ফেব্রুয়ারী রোকেয়া বেগম রকি সুদের টাকার জন্য শ্যামল দাসের বাড়ীতে যায়। টাকা না দেয়ায় ঘরে তালা ঝুলিয়ে দেয় সুদের ব্যবসায়ী ওই মহিলা। শ্যামল দাস বলেন,তার কাছে আর কোন টাকা পাবে না। ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে। সুদের কিছু টাকা পাবে।সে টাকার জন্য শ্যামলের ঘরেথ থাকা স্বর্ণলাংকার, একটি গরু দু’টি মাছ ধরার নৌকা নিয়ে যায় এবং বসত ঘরে তালা লাগিয়ে চলে যায়।

এলাকার ৫/৬ জন ব্যক্তি বলেন,ওই মহিলা দীর্ঘদিন যাবৎ সুদের ব্যবসা করে আসছে। এলাকার রবি মাঝির কাছে বছরে ৬০ হাজার টাকা লাভে এক লক্ষ টাকা এবং মৃতুরঞ্জয় দাসের ছেলে জয়গুরু দাসের কাছে বছরে ত্রিশ হাজার টাকা লাভে ৫০ হাজার টাকা ঋণ দিয়েছে। বিগত ১০/১২ বছর রোকেয়া বেগম রকি বছরে সুদের কয়েক লাখ টাকা আদায় করে নিয়েছে ওই মহিলা। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই বলেন,বিষয়টি সম্পর্কে এলাকার অনেকেই অবগত। চেয়ারম্যানকেও জানানো হয়েছে।

রোকেয়া বেগম রকি বলেন শ্যামল তার কাছ থেকে ধারে টাকা নিয়েছে। দিমু দিচ্ছি বলে দীর্ঘদিন ধরে ঘুরাঘুরি করছে এবং কয়েকটি তারিখও দিয়েছে। ওইদিন টাকা না দেওয়ায় ঘরে তালা দেয়া হয় এবং তাদের টাকার পরিবর্তে গরু ও নৌকা নিয়ে আসা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৬ ফেব্রুয়ারি ২০২২