Home / সারাদেশ / কুমিল্লায় সুফলভোগীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ
সুদমুক্ত, সুদমুক্ত

কুমিল্লায় সুফলভোগীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লায় সেমিনার এবং সুফলভোগীদের মাঝে সুদমুক্ত ঋন বিতরন অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারি সোমবার বিকেলে কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী’ বার্ড-এ ‘দারিদ্র্য হ্রাসকরনে বঙ্গবন্ধুর ভাবনা, বর্তমান চিত্র ও সাফল্যগাঁথা’ শীর্ষক সেমিনার এবং লালমাই ময়নামতি প্রকল্পের সুফলভোগীদের ৮০ জনের মাঝে ২০ লাখ টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ড এর মহাপরিচালক মোঃ শাহজাহান, উপ-প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেনসহ অন্যন্য অতিথি ও কর্মকর্তাবৃন্দ।

সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির মন্ত্রী হওয়ার চাইতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার কর্মী হওয়াও অনেক সম্মানজনক।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,৪ জানুয়ারি ২০২১