Home / উপজেলা সংবাদ / সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
কোরআন

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নেতা রাসমাস পালুদান কর্তৃক আসমানী কিতাব পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়ে অবমাননার প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার জুমআ’র নামাজ শেষে সাচার মুসলিম তৌহিদী জনতার আয়োজনে সাচার বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুলিশ ফাঁড়ির সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। একই দিনে কচুয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

সাচার অধ্যাপক ডা. শহীদুল ইসলাম জামে মসজিদের খতিব হাফেজ মো. ইউসুফের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাচার কেন্দ্রেীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ শাজুলী,সাচার আল-আকসা জামে মসজিদের খতিব হাফেজ মো. দেলোয়ার হোসেন,সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দাতা সদস্য মাওলানা নুরুল হক প্রধান,সভাপতি সোহেল মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। এসময় স্ইুডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নেতা রাসমাস পালুদান কর্তৃক আসমানী কিতাব পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়ে অবমাননার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে কয়েক শতাধিক মুসলিম তৌহিদী জনতা অংশগ্রহন করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ জুলাই ২০২৩