Home / চাঁদপুর / সিসি ক্যামেরার আওতায় চাঁদপুর সরকারি হাসপাতাল

সিসি ক্যামেরার আওতায় চাঁদপুর সরকারি হাসপাতাল

নিরাপত্তা ও অপরাধ রোধে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ১৩ জুন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

এরমধ্যে রয়েছে জরুরি বিভাগ, আউট ডোর, গাইনী ওয়ার্ড, শিশু ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, ফ্যামিল ব্লক, অপারেশন থিয়েটার এলাকা ও হাসপাতালের সম্মুখ ভাগে এ ক্যামেরা স্থাপন করা হয়।

এখন থেকে সরকারি এই হাসপাতালটিতে চুরি, ছিনতাই, দালাল ও অ্যাম্বুলেন্স চালকদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমে আসবে বলে সাধারণ রোগীদের আত্মীয়স্বজনরা মনে করছেন।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানান, বর্তমান সরকারের ভিশন ২০২১ সফল করার লক্ষ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালটিকে তথ্য প্রযুক্তির আওতায় আনা হয়েছে। হাসপাতাল ভবনে ১৬টি সিসি ক্যামেরা স্থাপনের পলে এ কার্যক্রম আরো একধাপ সামনে এগিয়ে নিয়ে যাওয়া হলো।’

তিনি আরো জানান. ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের প্রতিটি সরকারি জেনারেল হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সেবাদানকারীরা কখন কর্মস্থলে আসে তা দেখা যাবে।’

দালাদের প্রসঙ্গে তিনি চাঁদপুর টাইমসকে বলেন, ‘হাসপাতালকে দালাল মুক্ত করতে ও হাসপাতালের অভ্যন্তরে সকল অন্যায় অপরাধ কর্মকা- নিরসনের লক্ষ্যে এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসাপাতালকে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে।’

পর্যায়ক্রমে হাসপাতালে আরো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানান এ কর্মকর্তা।

প্রতিবেদক- আশিক বিন রহিম