প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে সিটি মাল্টি সেক্টরাল নিউট্রিশন কোর্ডিনেশন ত্রৈমাসিক ও পপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন সোমবার সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মাল্টিসেক্টরাল নিউট্রিশন সম্বন্বয় কমিটির উপদেষ্টা চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
এ সময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইছরালাহু, পৌর সচিব মোঃ আবুল কালাম ভূইয়া, পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট মোঃ হেলাল হোসাইন, ফরিদা ইলিয়াস।
সিটি মাল্টিসেক্টরাল নিউট্রিশন কোর্ডিনেশন কমিটির সম্মানিত সদস্যগনের সম্বন্বয়ে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম সম্পর্কিত প্রশিক্ষণ চাহিদা নিরুপন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন – ২০২১সম্পর্কিত আলোচনা এবং বিগত বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করেন মাল্টিসেক্টরাল নিউট্রিশন (নগর ভিত্তিক) ইউএনডিপির ন্যাশনাল কনসালটেন্ট সামিনা ইশরাত।
সিটি মাল্টি নিউট্রিশন সম্বন্বয় কমিটির সভাপতি ও পৌরসভার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম শামসুদ্দোহার সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক ও এলআইইউপিসির টাউন ম্যানেজার আবদুল হান্নান।
মুক্ত আলোচনায় আরো অংশ গ্রহণ করেন, সিটি মাল্টি নিউট্রিশন সম্বন্বয় কমিটির সহ-সভাপতি ও পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ, সহ সম্পাদক ও এলআইইউপিসির স্যোসি ইকোনমিক এন্ড নিউট্রিশন এক্সপার্ট মিঃ খোকন দফো, সদস্য সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার, স্বাস্থ্য সুপার ভাইজার মোঃ হানিফ, সূর্যের হাসি ক্লিনিক এর ম্যানেজার বেবি সাহা, সাজেদা ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ শাহজাহান, গর্ভনেন্স ও মোবইলজেশন এর অফিসার মোঃ মনিরুজ্জামান, ইলিশ ক্লাস্টারের সভানেত্রী নাজমা বেগম প্রমূখ।
প্রতিবেদক:আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur