Home / উপজেলা সংবাদ / কচুয়া / স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আম বিতরণ
স্বেচ্ছাসেবী

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আম বিতরণ

কচুয়া ও মতলব উপজেলাসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও গরিব অসহায় পথশিশু ছিন্নমুল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মধুমাসের মধুফল মিষ্টি আম বিতরণ করা হয়েছে।

“মধু মাসের মিষ্টি আম গরিবরাও খাবে ধুমধাম” এ স্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম ও এ স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুচয়া ও মতলব উপজেলার বিভিন্ন গ্রামের রাজধানী ঢাকার কমলাপুর আরামবাগ জাতীয় শহীদ মিনার, ধানমন্ডি হাজারীবাগ, বউবাজার, জিগাতলা, রায়ের বাজার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের আম বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবীরা জানান যারা প্রতিনিয়ত দু বেলা পেট পুড়ে খাওয়ার জন্য সংগ্রাম করতে হয় মধুমাসে যারা বিভিন্ন ফলমুল খাওয়া থেকে বঞ্চিত থাকে তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীরে সহ পথশিশু ছিন্নমুল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মধুমাসের মধুফল বিভিন্ন জাতের মিষ্টি আম বিতরণ করি।

চুয়া প্রতিনিধি