Tuesday, 14 July, 2015 8:18:47 PM
চাঁদপুর টাইমস, সিলেট:
একটি, দুইটি বা তিনটি সন্তান একসঙ্গে জন্ম নেয়ার খবর প্রায়ই শোনা যায়। কিন্তু একসঙ্গে ছয়টি সন্তান প্রসব, এমন ঘটনা বিরল। এবার বিরল এই ঘটনাটি ঘটেছে সিলেটে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুবাই প্রবাসীর স্ত্রী হোছনা বেগম (২৬) নামের এক মা সিজার ছাড়াই ৬টি সন্তানের জন্ম দেন। হোছনা বেগম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের দুবাই প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী।
এদিকে ৬ নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ওজন স্বাভাবিকের চেয়ে কম। প্রতি শিশুর ওজন ৭০০ গ্রামেরও কম। আর ১ কেজি ৫০ গ্রামের কম ওজনের শিশুদেরকে ‘লো বার্থ ওয়েট’ শিশু বলা হয় বলে জানান ডা. সালাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডেলিভারির (সন্তান জন্ম দেয়া) জন্য হাছনা বেগম মঙ্গলবার সকাল ৬টায় ওসমানী হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার নরমাল ডেলিভারি হয়। একে একে তিনি ছয়টি সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে চার মেয়ে ও দুই ছেলে।
হোছনা বেগমের ৩ বছর বয়সী আরেকটি মেয়ে রয়েছে বলে বাংলামেইলকে জানিয়েছেন তার ভাই আহমেদ হোসেন।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।