মতলব দক্ষিণ

সিগারেট পান করাকে কেন্দ্র করে মতলবে তুলকালাম কাণ্ড!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কা- ঘটেছে। প্রতিপক্ষের দেশীয় অ¯্ররে আঘাতে একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে। গত ২৩ নভেম্বর রাত আনুমানিক ৮ টায় এ হামলার ঘটনাট ঘটে।

আহতরা হচ্ছে হাবিবুর রহমান প্রধান হাবু (৭৫), তার স্ত্রী রংমালা বেগম (৬০) ও ছেলে এমদাদ হোসেন প্রধান (৪০)।

আহতদের মধ্যে মা ও ছেলে দু’জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায় হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দিন রাতে এমদাদ হোসেন প্রধান তাদের বাড়ি উঠানে বসে ধুমপান করছিল। একই বাড়ির মোহাম্মদ প্রধানের ছেলে বাদল প্রধান তাকে ধুমপান করতে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতা হাতি হয়। কিছুক্ষণ পর বসত বাড়ির প্রবেশ পথে এমদাদ হোসেনকে একা পেয়ে বাদল প্রধান ধরালো দেশি অ¯্র দিয়ে তার মাথায় আঘাত করলে সে প্রাণে রক্ষার জন্য দৌড়ে তাদের বসত ঘড়ের কাছে গিয়ে মাটিতে পড়ে যায়। তখন এমদাদের বাবা হাবিবুর রহমান ও মা রংমালা ঘর থেকে বেড়িয়ে আসলে তাদেরকেও মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে একই বাড়ি বাদল প্রধান, তার ভাই রাজিব, বাবা মোহাম্মদ প্রধান ও মা সানু বেগম।

তাদের ডাক চিৎকার শোনে আশ পাশের লোকজন এগিয়ে আসতে দেখে হামলাকারিরা বাড়ি থেকে পালিয়ে যায় এবং আহতদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত ৩ জনের মধ্যে দুজনের অবস্থা অবনতি দেখে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

বর্তমানে রং মালা বেগম ও ও তার ছেলে এমদাদ হোসেন প্রধানের অবস্থা আশংকাজনক বলে জানান তার পরিবার।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার জানান।

এ ব্যাপারে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
Share