Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কিশোর
সিগারেট

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কিশোর

চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ কিশোর। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মকিমাদ গ্রামের বাধন (১৮), নাদিম (১৯), সাকিব, তানভির (২০) ও শাওন (২২)।

স্থানীয়রা জানান, হাজীগঞ্জ রেলস্টেশন সংলগ্নে একটি দোকানে পূর্ব শত্রুতা ও সিগারেট খাওয়া নিয়ে দুই গ্রুপ কিশোরের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখান থেকে গুরুতর তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সোয়েব আহমদ চিশতি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার এসআই নাজিম। তিনি বলেন, সিগারেট খাওয়া ও পূর্ব শত্রুতাবসত এ ঘটনা ঘটেছে।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, বিষয়টি শুনেই পুলিশ পাঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে।