চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলায় দক্ষতা উন্নয়নে জেলার শ্রেষ্ঠ আইটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র সিইসি ল্যাব।
শনিবার (১৭ ফেব্রæয়ারি) মেলার সমপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সনদ ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল পিএএ (যুগ্ম-সচিব)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার নতুন নতুন উদ্ভাবনগুলো প্রতিবছর প্রদর্শন করা হয়। এ মেলার মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আলাদা প্রশিক্ষণের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। এর আগে ডিজিটাল উদ্ভাবনীতে চাঁদপুর দু’ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। আমরা আশা করি এ বছরও মেলার মাধ্যমে আমরা ইনোভেটিভ কিছু প্রতিষ্ঠানকে বাছাই করতে পারবো।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শওকত ওসমান ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও পুরস্কার গ্রহণের সময় সিইসি ল্যাবের চেয়ারম্যান ফ্রিল্যান্সার অ্যাসোসিয়শন অব চাঁদপুরের সভাপতি জাহাদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমরান, হেড অব ট্রেইনার দেলোয়ার হোসাইন ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার পেয়ে প্রতিষ্ঠানটির হেড অব ট্রেইনার দেলোয়ার হোসাইন বলেন, ‘ডিজিটাল উদ্ভাবনী মেলায় আমাদের অংশ নেয়ার সুযোগ করে দেয়ার জন্যে জেলা প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ। চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান সিইসি ল্যাব অবস্থিত। ফ্রিল্যান্সিং ছাড়াও তথ্য-প্রযুক্তির ওপর বেসিক কোর্সও আমাদের রয়েছে।’
সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা পেলে প্রতিষ্ঠানটি আরো ভালো করতে পারবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ